নিয়ন্ত্রণের কথা অস্বীকার করলো টিকটক

২১ জুলাই, ২০২০ ১৫:৫০  
চীন সরকারের নিয়ন্ত্রণের কথা অস্বীকার করেছে সংক্ষিপ্ত ভিডিও তৈরির জনপ্রিয় অ্যাপ টিকটক। মাসের পর মাস ধরে পশ্চিমা বিভিন্ন দেশ অভিযোগ করে আসছে, চীন সরকারের নিয়ন্ত্রণেই টিকটক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন টিকটকের নীতিমালা বিষয়ক প্রধান থিও বার্ট ম্যান। তিনি বলেন, আমরা চীন সরকারের অধীনে কার্যক্রম পরিচালনা করছি বলে অনেকে অভিযোগ করেন। এটি সম্পূর্ণ মিথ্যা। বারট্রাম আরও বলেন, ‘চীন সরকার টিকটক ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য চাইলে আমরা না করে দিতাম।’ যুক্তরাজ্যে টিকটকের হেডকোয়ার্টার স্থাপন বিষয়ক প্রশ্নের জবাবে এ বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন টিকটকের নীতিমালা বিষয়ক প্রধান। তবে যুক্তরাজ্যে আরও বড় পরিসরে কাজ কর করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।